ম্যারাডোনার শেষযাত্রায় ফুলের মুকুট পাঠালেন পেলে
নিউজ ডেস্ক
206
প্রকাশিত: ২৭ জানুয়ারীজানুয়ারী ২০২০
ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে দুটি নাম- 'ম্যারাডোনা' আর 'পেলে'। দুজনেই কিংবদন্তি হয়ে আছে। একটি নক্ষত্র ঝরে পড়েছে গত বুধবার। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। দুজনের মাঝে কে সেরা- এই বিতর্ক আগেও ছিল; ম্যারাডোনার মৃত্যুর পরেও তা থেকেই যাবে। কিন্তু পেলে আর ম্যারাডোনার বন্ধুত্বের সম্পর্ক তাতে কখনই নষ্ট হয়নি। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়া পেলে পাঠিয়েছেন শেষ উপহার।
বুয়েনস এইরেস শহর থেকে একটু দূরে বেল্লা ভিস্তা সমাধিক্ষেত্রে বাবা-মায়ের পাশে চিরঘুমে শায়িত আছেন ম্যারাডোনা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পেলের পাঠানো ফুলের তোড়াটি মুকুটের আদলে বানানো হয়েছে, যা ব্রাজিলের জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল ফুলে শোভিত। সেই ফুলের মুকুটের সঙ্গে তিনি পাঠিয়েছেন একটি শোকবার্তা। যাতে লেখা আছে, 'ঈশ্বর তাকে প্রতিভা দিয়েছিলেন, পৃথিবী তাকে ভালোবেসেছিল-পেলে।'
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে অনেকদিন ধরেই অসুস্থতায় ভূগছেন। তার চলাফেরা এখন অনেক নিয়ন্ত্রিত। ম্যারাডোনার মৃত্যুর খবরে তিনি ভেঙে পড়েছেন বলে জানা গেছে। এই আকস্মিক দুঃসংবাদ পেয়ে পেলে বলেছিলেন, 'কী দুঃখের খবর। আমি আমার অসাধারণ এক বন্ধুকে হারালাম। এখন অনেক কিছুই বলা হবে। আপাতত তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন সৃষ্টিকর্তা। আশা করি, আমরা একদিন স্বর্গে ফুটবল খেলব।'
আরও পড়ুন:
সদ্য সংবাদ সম্পর্কিত আরও
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
১৩ জুন ২০২৪
ঈদুল আযহা উপলক্ষে নেক্সাস টেলিভিশন-এ থাকছে বিশেষ টকশোসহ অনুষ্ঠান
১২ জুন ২০২৪
শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি সংসদে
১১ জুন ২০২৪
শেয়ারবাজারে আসলে স্টক এক্সচেঞ্জের শতভাগ শিখবেন: বিএসইসি চেয়ারম্যান
১০ জুন ২০২৪
ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
০৮ জুন ২০২৪
পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে ডিবিএ: বিএসইসি চেয়ারম্যান
০৬ জুন ২০২৪