ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১০ আগস্ট ২০২১

নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ


নিউজ ডেস্ক
138

প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯
নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ



ডেস্ক রিপোর্ট : আইসিসি বিশ্বকাপের লিগপর্বের শেষ ম্যাচে শুক্রবার, ০৫ জুলাই পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যদিও ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। কেননা, এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালে উঠার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। তারপরও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি তিনটি করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। এবার এরই মধ্যে ধরা দিয়েছে তিনটি জয়। শুক্রবার পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ চারটি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে টাইগাররা। শুধু তাই নয়! বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে শুক্রবার জয় পায় অন্যদিকে শনিবার শ্রীলঙ্কা যদি ভারতের বিপক্ষে হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের। সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বৈরী কন্ডিশনে বিশ্বকাপের পঞ্চম সেরা দল হতে পারলে সেটাও হবে বাংলাদেশের জন্য বড় অর্জন। সবচেয়ে বড় কথা, পাকিস্তানকে হারাতে পারলে ক্রিকেটের সবচেয়ে অভিজাত মঞ্চ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারবে বাংলাদেশ।

আরও পড়ুন:

বিষয়: