ঢাকা বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫
১০ আগস্ট ২০২১

জাতীয় দলের ফটোসেশনে নেই সাকিব


নিউজ ডেস্ক
154

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
জাতীয় দলের  ফটোসেশনে নেই সাকিব



স্টাফ রিপোর্টার : ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি উন্মোচিত করা হয়েছে। এসময় বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ জন খেলোয়াড়। অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সোমবার, ২৯ এপ্রিল মিরপুরের হোম অব ক্রিকেটে জার্সি উন্মোচন অনুষ্ঠানে অফিসিয়ালি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে বিশ্বকাপের জার্সি তুলে দেন পাপন। স্কোয়াডে থাকা সদস্যদের (সাকিব ছাড়া ১৪ জন) পাশাপাশি বোর্ড কর্মমর্তাদের মধ্যে পাপন ছাড়াও আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস ও মাহবুব আনামরা উপস্থিত ছিলেন।
জার্সি উন্মোচন শেষে সাকিবের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, 'দুঃখজনক, আর কী বলবো? এটা দুঃখজনক, যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি।' আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে রোববার (২৮ এপ্রিল) দেশে ফিরেছেন সাকিব। কিন্তু বিসিবি প্রধান জানতেনই না তিনি দেশে ফিরেছেন। পাওনের ভাষায়, 'এমন কী আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। কোথায় তুমি? বললো আমি তো চলে এসেছি। ও যে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। আমার সাথে যোগাযোগ হয়নি। পরে বলল আপনার বাসায় আসব রাত। বলেছি, এখন একটু দেখা হোক। বলল আমি তো বেরিয়ে গেছি।' 'জিজ্ঞেস করে জানলাম, ওকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে একসাথে, থাকবে ফটোসেশনে একসাথে থাকবে। এমনিতেই তো প্র্যাকটিসে ছিল না। এটা আমরা আশা করেছিলাম কিন্তু সে তো নাই। এটাই বাস্তবতা।' ফটোসেশনে সাকিব না আসায় দলে কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না বলেই মনে করেন বিসিবি প্রধান, 'আমার মনে হয় টিমের অন্যরা এতদিনে অভ্যস্থ হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিম্বকাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।' সাকিবের এমন আচরণে ক্রিকেট বোর্ডও কি অভ্যস্থ হতে থাকবে, এমন প্রশ্নের জবাবে পাপন বললেন, 'প্রশ্নই আসে না। টিম যখন পরশু দিন চলে যাচ্ছে এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।' আগামী ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠবে। যেখানে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন:

বিষয়: